রাঙামাটি জেলা বিচার বিভাগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

রাঙামাটি জেলা বিচার বিভাগ কর্তৃক দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবসহ বঙ্গবন্ধুর পরিবারবর্গের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।

মঙ্গলবার (১৫ আগস্ট) দিবসটি উপলক্ষ্যে সিনিয়র জেলা ও দায়রা জজ সহিদুল ইসলামের নেতৃত্বে জেলার সকল পর্যায়ের বিচারকগণ সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার মধ্যে দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু করেন।

পরে সকাল ১১টায় জেলা ও দায়রা জজের সভাপতিত্বে জেলা ও দায়রা জজ আদালতের কনফারেন্স হলে এক শোক সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ সহিদুল ইসলাম।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) এ.ই.এম ঈসমাইল, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু হানিফ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাওহীদুল হক, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাহাব উদ্দীন, যুগ্ম জেলা ও দায়রা জজ রেজওয়ানা রশীদ, জেলা বারের সভাপতি ও অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম ও সম্পাদক আব্দুল গাফফার মুন্না প্রমূখ।

এ সময় বক্তারা বঙ্গবন্ধুর আর্দশকে নিজেদের জীবনের দিক নির্দেশনা হিসাবে নিয়ে সবাইকে জনগণের সেবা করার আহ্বান জানান। সভায় জেলার সকল পর্যায়ের বিজ্ঞ বিচারক ও আদালতের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এছাড়া জাতীয় শোক দিবসে উপলক্ষ্যে জেলা বিচার বিভাগের উদ্যোগে জজ কোর্ট সংলগ্ন মসজিদে খতমে কোরআন এবং স্থানীয় এতিমখানায় এতিমদের দুপুরের খাবার পরিবেশন করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।