রাঙামাটি থেকে ৮ জঙ্গি সদস্যকে চট্টগ্রাম জেলা কারাগারে প্রেরণ

বিভিন্ন সময় বান্দরবানের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে আটককৃত জঙ্গি সংগঠন জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৮ সদস্যকে রাঙ্গামাটি জেলা কারাগার থেকে চট্টগ্রাম কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। আগামীকাল সকালে বিভিন্ন আসামিদেরকে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হবে।

বুধবার (৫ জুলাই) সকালে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের কড়া নিরাপত্তায় তাদের স্থানান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, গত বছরের অক্টোবর মাস থেকে বান্দরবানের দুর্গম পাহাড়ে যৌথবাহিনীর অভিযানে ৫৫ জন জঙ্গি ও ১৭ জন কেএনএফ সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আটককৃতদের মধ্যে ৮ জনকে আজ চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।