নির্বাহী ম্যাজিস্ট্রেটদের রাঙ্গামাটির বিভিন্ন বাজারে ভেজাল পণ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। তিনি বলেন, ভেজাল পণ্যের দ্বারা যেমন মানুষ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে তেমনি স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। তাই বাজারে ভেজাল পণ্য বিক্রির ব্যাপারে সবাইকে সর্তক থাকতে হবে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) জেলা প্রশাসনের মিলনায়তনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেমিনারে জেলা প্রশাসক আরও বলেন, সচেতন না হওয়া পর্যন্ত আমরা ভোক্তা অধিকার সম্পর্কে জানতে পারবো না। এজন্য জানার আগ্রহ থাকতে হবে, জানার চেষ্টা করতে হবে। কারণ দিন শেষে আমরা সকলে ভোক্তা।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক জোবাইদা আক্তার, জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস, ভোক্তা অধিকার সংরক্ষণ রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেবনাথ, জেলা জামায়াতের আমির আব্দুল আলিম, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ প্রমুখ বক্তব্য রাখেন।
মন্তব্য নেওয়া বন্ধ।