রাঙ্গামাটির দৃষ্টিনন্দন ‘আই লাভ রাজস্থলী’ স্থাপনাটি ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

রাঙামাটি জেলার রাজস্থলীতে পর্যটকদের আকৃষ্ট করতে নির্মিত দৃষ্টিনন্দন ‘আই লাভ রাজস্থলী’ স্থাপনা লাভ পয়েন্টটি ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।

খবর পাওয়ার পর পর ঘটনাস্থল পরির্দশন করেছেন উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশসহ পুলিশ সদস্যবৃন্দ।

রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার জানান, বিষয়টি আমরা জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি।এই ঘটনা কারা করেছে সেটা এখনো আমরা নিশ্চিত হতে পারিনি, তবে জড়িতদের চিহ্নিত করতে চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

রাজস্থলী ছাড়াও রাঙ্গামাটির কাপ্তাই সড়কে নির্মিত লাভ পয়েন্টিও ভেঙে দিয়েছিল দুর্বৃত্তরা। এ ধরনের অপকর্মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মন্তব্য নেওয়া বন্ধ।