রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডের ছোবলে ছাই এক পরিবার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড চাঁদনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবার সর্বস্ব হারিয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কাজী কাসেমের ছোট ভাই ছৈয়দুল হকের বাড়িতে হঠাৎ আগুন লেগে মুহূর্তেই পুরো ঘর ভস্মীভূত হয়ে যায়। আগুনে ঘরের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুনের গতি এত দ্রুত ছিল যে কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও এর আগেই ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি।

বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবার মানবেতর জীবনযাপন করছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী।

মন্তব্য নেওয়া বন্ধ।