চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ মো. সুমন উদ্দিন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার ১০ নম্বর পদুয়া ইউনিয়নের নারিশ্চা মগবাঁধের ব্রীজের উত্তর পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সুমন উপজেলার ইছাখালী মোহাম্মদপুর ৩ নম্বর ওয়ার্ডের (পৌরসভা) মৃত রাজা মিয়ার ছেলে। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি এলজি ও ১টি সিএনজি গাড়ি জব্দ করা হয়।
এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ওই যুবককে গ্রেপ্তার করা হয়।তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য নেওয়া বন্ধ।