রাঙ্গুনিয়ায় আইসক্রিম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পৌরসভার গোডাউনের পূর্ব এলাকার ‘চয়েস এন্টারপ্রাইজ’ নামে একটি আইসক্রিম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ফ্যাক্টরি মালিক। সেইসাথে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয়েছে বলে আশংকা করছেন তিনি। এই ব্যাপারে তিনি থানায় লিখিতভাবেও জানিয়েছেন।

চয়েস এন্টারপ্রাইজ মালিক মাহবুবুর রহমানের সাথে কথা বলে জানা যায়, গতকাল (মঙ্গলবার) ভোর ৫টার দিকে তার মালিকানাধীন আইসক্রিম ফ্যাক্টরি ‘দচয়েস এন্টারপ্রাইজে আগুন লাগে। এতে প্রতিষ্ঠানটির সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা জাহেদুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবরে ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে অগ্নিকাণ্ডের কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

মন্তব্য নেওয়া বন্ধ।