রাঙ্গুনিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানাধীন চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের রানীরহাট বাজার থেকে তৌহিদুল ইসলাম মামুন নামের এক যুবককে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তারকৃত যুবক রাঙ্গুনিয়ার বগাবিল এলাকার মো.আইয়ুব আলীর ছেলে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো.শরীফ-উল-আলম।

তিনি জানান, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রানীরহাট বাজার কেবিএস কনভেনশন হলের সামনে থেকে মো.তৌহিদুল ইসলাম মামুনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার দেহ তল্লাশি করে প্যান্টের পিছনে কোমর থেকে ১টি দেশিয় আগ্নেয়াস্ত্র (এলজি) ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

গ্রেপ্তারকৃত তৌহিদুল জিজ্ঞাসাবাদে জানায়, জব্দকৃত আগ্নেয়াস্ত্র দিয়ে দীর্ঘদিন যাবৎ এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল।

মন্তব্য নেওয়া বন্ধ।