রাঙ্গুনিয়ায় ইমাম আজম আবু হানিফা (র.) স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইমাম আজম আবু হানিফা (র.) স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ নুরুল আবছার।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষক সজল কর, মো.আব্দুল জব্বার, মো.রায়হান, মাওলানা গিয়াস উদ্দীন, মাওলানা আবু কাশেম, রিপন নাথ, মো.তৌহিদ, মো.সাইফুল ইসলাম এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোহাম্মদ বকতেয়ার।

সহকারী শিক্ষক শফিকুল ইসলাম জাবেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, সহকারী প্রধান শিক্ষক ঝুমা আকতার, সহকারী শিক্ষিকা তানিয়া চৌধুরী, আখিঁ আকতার,রিনা আকতার , রাশেদা খানম আফসানা, লাভলী আকতার, সীমা দাশ প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় বর্ণাঢ্য র‍্যালি পরিবেশিত হয় এতে শিক্ষনীয় বিভিন্ন স্লোগানের মাধ্যমে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় সংগীত,জাতীয় পতাকা,বেলুন,কবুতর উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।