পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি-এই স্লোগানে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে রাঙ্গুনিয়া মডেল থানার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকালে র্যালিটি থানা প্রাঙ্গণ থেকে শুরু করে কাপ্তাই সড়কের বিভিন্ন স্পট পরিদর্শন করে শেষ হয়।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্ত্তীর সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার।
ওসি (তদন্ত) খান নুরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উত্তরজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ইদ্রিচ আজগর,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, উপদেষ্টা সদস্য মাস্টার নির্মল কান্তি দাশ, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউপি চেয়ারম্যান মো. নূর উল্লাহ, উপজেলা যুবলীগের সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ নাসির, মো. সোহেল হোসেন প্রমুখ।
মন্তব্য নেওয়া বন্ধ।