রাঙ্গুনিয়ায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট আহত শ্রমিক

রাঙ্গুনিয়ায় ভাড়া বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) সকাল ১০টার দিকে চন্দ্রঘোনা ইউনিয়নের ৯নং বনগ্রাম হাফেজ পাড়ায় এ-ঘটনা ঘটে। আহত শ্রমিকের নাম জসিম উদ্দিন (৪৫)। তার বাড়ি রাইখালী।

আহত ব্যাক্তি পেশায় দিনমজুর। সকালে বনগ্রাম হাফেজপাড়া এলাকার আব্দুল আজিজের ভাড়া বাড়ির ছাদে রাখা লোহার এঙ্গেল নামানোর সময় পাশে থাকা এগারো হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সাথে লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হন জসিম উদ্দিন।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তাৎক্ষণিক একটি টিম গিয়ে জসিমকে উদ্ধার করে।

রাঙ্গুনিয়া উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমন চট্টগ্রাম খবরকে জানান, খবর পাওয়া মাত্র আমরা ঘটনাস্থল গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ব্যাক্তিকে উদ্ধার করে নিকটস্থ রাঙ্গুনিয়া হেলথকেয়ার হাসপাতালে নিয়ে যায়।

তার হাত ও পায়ের কিছু অংশ পুড়ে গেছে। অবস্থা গুরুতর দেখে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক সিবু চন্দ বলেন, আমাকে বাড়ির মালিক আজিজ মুঠোফোনে ঘটনার বিষয়ে জানালে আমি তাৎক্ষণিক বিদ্যুৎ লাইন বন্ধ করে দিয়ে ফায়ার সার্ভিসকে ফোন করি। তারা এসে তাকে উদ্ধার করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।