চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী পোমরা খাঁ মসজিদে দানবক্স ভাংচুর ও দানের টাকা লুটপাটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) জুমার নামাজের পরে মসজিদ প্রাঙ্গণে মসজিদ পরিচালনা কমিটির আয়োজনে এবং মুসল্লীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মসজিদ পরিচালনা কমিটির সদস্য সচিব ইকবাল হোসেন সাদ্দাম মেম্বার লিখিত বক্তব্যে জানান, গত ২৩ অক্টোবর একটি সংঘবদ্ধ দুর্বৃত্ত দল মসজিদের ৫টি দানবক্স ভেঙে দানের টাকা লুট করে এবং মসজিদের গেট ও হেফজখানার শিক্ষকদের প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় মসজিদ কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে।
ইকবাল হোসেন অভিযোগ করেন, এই চক্রটি মসজিদ কমিটির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। মসজিদের উন্নয়ন কার্যক্রম চালু রয়েছে, যা বন্ধের ষড়যন্ত্রে লিপ্ত দুর্বৃত্তরা। মুসল্লীরা ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মসজিদ খতিব জরিফ আলী আরমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, মসজিদ পরিচালনা কমিটির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জহির আহমদ চৌধুরী, যুগ্ম আহবায়ক আজিজুর রহমান, সদস্য সচিব ইকবাল হোসেন সাদ্দাম মেম্বার, দিদারুল আলম সওদাগর, মাসুদ রানা, মঈনুল ইসলাম, নুরুল আমিন কেরানী, সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম, কাজী একরাম উল্লাহ রিপন, নুরুল আজিম মাস্টার, হামিদ শরীদ মেম্বার, আবুল ফয়েজ মেম্বার, মীর আহমদ সওদাগর প্রমুখ।
মন্তব্য নেওয়া বন্ধ।