চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পদুয়া আমেনা খাতুন (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তারের পর শুক্রবার (১৭ জানুয়ারি)
সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নিহত আমেনা খাতুন উপজেলার পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দুধ পুকুরিয়া পূর্ব পাহাড় গফুর বাদশার বাড়ি এলাকার আবদুল গফুর ড্রাইভারের স্ত্রী৷ ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শ্বশুর বাড়ির নিজ কক্ষ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহত গৃহবধূর পিতা মো. হাছি মিয়া বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা করে।
এতে নিহতের স্বামী আবদুল গফুর ড্রাইভারকে প্রধান করে ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে স্বামীর দ্বিতীয় বউয়ের বড় বোন একই এলাকার মো. মোনাফের স্ত্রী আমেনা বেগমকে (৩০) গ্রেপ্তার করে।
নিহতের আত্মীয়দের সূত্র জানা যায় , ২০১৫ সালে ভুক্তভোগীর সাথে ওই এলাকার আবদুল গফুরের বিয়ে হয়। তাদের ৪ মাস বয়সী এক মেয়ে, ৪ ও ৭ বছর বয়সী দুই ছেলে সন্তান রয়েছে। গত ৫ মাস আগে স্বামী আবদুল গফুর পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় কাল হয়ে দাড়ায় ভুক্তভোগী। এমনকি সে দ্বিতীয় বিয়ে করলে তার উপর নেমে আসে অমানুষিক নির্যাতন। ভুক্তভোগী আমেনাকে এরই ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ করে তার পরিবার।
এ বিষযে ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সুজাউদ্দৌলা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে বিছানায় শোয়া অবস্থায় পাওয়া গেছে। কোন আলামত পাওয়া যায়নি। তবে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় তবে থানায় হত্যা মামলা নেয়া হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তার করতে আমরা চেষ্টা করছি।
মন্তব্য নেওয়া বন্ধ।