রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরের পানিতে ডুবে জাহেদুল ইসলাম (মিনার) নামে ১২ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুলাই ) সকালে উপজেলার পৌরসভার ইছাখালী আদর্শ গ্রাম ৩ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

নিহত কিশোর ওই এলাকার জমির উদ্দীন সওদাগরের ২য় সন্তান। মিনার ঘাটচেক উচ্চ বিদ্যালের সপ্তম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী ছিলেন।

পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন শাহ্ বলেন, বাড়ি থেকে একটু দূরে ইটভাটা সংলগ্ন একটি পুকুরের পাশে কয়েকজন কিশোর খেলার সময় হঠাৎ জাহেদুল ইসলাম মিনার নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। পরে পুকুরের মধ্যে কিশোরকে ভাসতে দেখে স্থানীয় লোকজন পুকুরে নেমে তাকে পুকুর থেকে উদ্ধার করে।

তিনি আরও বলেন, তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।

মিনারের এমন অকাল মৃত্যুতে পুরো এলাকা মর্মাহত ও শোকাহত।

মন্তব্য নেওয়া বন্ধ।