রাঙ্গুনিয়ায় পুকুরে মিললো নিখোঁজ শিশুর নিথর দেহ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চাচাতো ভাইয়ের সাথে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে৷ শুক্রবার (২৪ মে) সন্ধ্যা ৭টা ৩০মিনিটের দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড রক্তছড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মো. আয়ান (০৪)। সে মো.আবদুল শুক্কুরের ছোট ছেলে।

স্থানীয় প্রবাসী মোহাম্মদ নঈম উদ্দীন জানান, দুপুরে পাশে বাড়িতে তার চাচাতো ভাইয়ের সাথে বেড়াতে যায় শিশু আয়ান। নামাজের পড়ে হঠাৎ করে নিখোঁজ হয় আয়ান। দুপুর থেকে খোঁজাখুঁজি শেষে সন্ধ্যায় তার বাড়ির পাশে একটি কচুরিপানাযুক্ত পুকুরে মৃত অবস্থায় পাওয়া যায় তার লাশ।

তার এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আজ রাত ৯টার দিকে নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।