রাঙ্গুনিয়ায় প্রথমবারের মতো তবলা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

শুদ্ধ সঙ্গীতের প্রচার ও প্রসারে এবং তালযন্ত্র তবলা শিক্ষার গুরুত্ব বৃদ্ধি করার প্রত্যয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে তবলা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।

রাঙ্গুনিয়ার স্বনামধন্য সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সরগম সঙ্গীত একাডেমির আয়োজনে গতকাল বৃহস্পতিবার (১৩ জুন) উপজেলার একটি কমিউনিটি সেন্টারে দিনব্যাপী চলে এই তবলা প্রশিক্ষণ।

যেখানে রাঙ্গুনিয়া উপজেলা ছাড়াও পাশ্ববর্তী কাপ্তাই ও রাউজান উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক তবলা শিক্ষার্থী প্রশিক্ষণে অংশগ্রহন করেছে। উক্ত তবলা বিষয়ক কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন চট্টগ্রামের নন্দিত তবলাশিল্পী ও প্রশিক্ষক এবং চট্টগ্রাম তালচর্চা একাডেমির পরিচালক প্রীতম আচার্য্য।

প্রশিক্ষণ কর্মশালার শুরুতে বাংলাদেশ বেতার ও টেলিভিশন এর তবলাশিল্পী অর্ণব মল্লিক এর সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন রাঙ্গুনিয়া সরগম সঙ্গীত একাডেমির অধ্যক্ষ এবং গুণী সঙ্গীতশিল্পী ও সঙ্গীত প্রশিক্ষক রাতুল বৈদ্য, ভারতের মহারাজা সায়াজিরাও ইউনিভার্সিটি থেকে তবলা যন্ত্রের ওপর বিপিএ ডিগ্রী অর্জনকারী ও রাঙ্গুনিয়ার কৃতি সন্তান অন্তু দেবনাথ। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সার্বিক সহযোগীতা করেছেন রাঙ্গুনিয়া সরগম একাডেমির সভাপতি মাসুদ নাসির, তবলা শিক্ষক শ্রাবণ চক্রবর্তী, দীপন বড়ুয়া, যন্ত্রশিল্পী রাতুল দাশ নিপুন, মোহন দত্ত, দেবাশীষ দাশ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, শুদ্ধ সঙ্গীতের প্রচার ও প্রসার ঘটাতে প্রশিক্ষণের বিকল্প নেই। বিশেষ করে সঙ্গীতের অন্যতম একটি প্রধান যন্ত্র হচ্ছে তবলা। তবলা শিক্ষার গুরুত্ব বৃদ্ধি করতে এই প্রশিক্ষণ কর্মশালা ব্যাপক অবদান রাখবে। সেইসাথে এই কর্মশালার মাধ্যমে তবলা শিক্ষার্থীরা আরো দক্ষতা অর্জন করবে। এমন চমৎকার আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।

এদিকে প্রশিক্ষণে অংশগ্রহন করা কয়েকজন শিক্ষার্থী জানান, রাঙ্গুনিয়া উপজেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত তবলা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিতে পেরে সকলেই বেশ আনন্দিত। এই প্রশিক্ষণের মাধ্যমে তবলা বিষয়ে নতুন অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। যা তবলা শিক্ষায় দক্ষতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এমন কার্যক্রম ভবিষ্যতেও চলমান রাখার জন্য তারা অনুরোধ জানিয়েছেন।

দিনব্যাপী এই তবলা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হওয়ার পর অংশগ্রহনকারী তবলা শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে। চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন। এসময় রাঙ্গুনিয়ার কবি সাহিত্যিক ও সাংবাদিক আকাশ আহমেদ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও সরগম একাডেমি সভাপতি মাসুদ নাসির, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি ইলিয়াছ তালুকদার, সহ সভাপতি আব্বাস হোসাইন আফতাব এবং সাধারন সম্পাদক নুরুল আবছার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।।

মন্তব্য নেওয়া বন্ধ।