চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রাইভেট পড়ে বাড়িতে ফেরার পথে দশম শ্রেণীর এক ছাত্রী অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার নাম পাপিয়া আক্তার (১৪)। তিনি পশ্চিম খুরুশিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। এ ব্যাপারে ছাত্রীর মা বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় অভিযোগ করেছেন।
মামলার অভিযোগে জানা যায়, উপজেলার পদুয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের দ্বারিকোপ মহিষের বাম ত্রিপুরা সুন্দরী বাড়ির বাসিন্দা মৃত আবু তাহেরের মেয়ে দশম শ্রেণীর ছাত্রী পাপিয়া আক্তার গত শনিবার সন্ধ্যায় প্রাইভেট শেষে বাড়িতে ফেরার পথে আদিলপুর মাদ্রাসার সামনে থেকে সিএনজি অটোরিক্সাযোগে দুবৃর্ত্তরা জোরপূর্বক তুলে নিয়ে যায়।
পাপিয়ার মা জানান, কিছু দুবৃর্ত্ত আমার মেয়েকে মুখ চেপে অপহরণ করেছে। মেয়েকে দ্রুত উদ্ধারের জন্য দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ছাত্রী অপহরণের লিখিত অভিযোগ পেয়েছি। তবে প্রাথমিক তদন্তে প্রেমঘটিত কারনে এ ঘটনাটি ঘটতে পারে ধারণা করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।



মন্তব্য নেওয়া বন্ধ।