চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলার সামাজিক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ ও কর্ণফুলী ক্রীড়া পরিষদের যৌথ আয়োজনে রাঙ্গুনিয়ার বিভিন্ন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবারকে প্রায় অর্ধ লক্ষ টাকা নগদ আর্থিক সহয়তা দেওয়া হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের হল রুমে এসব সহায়তা বিতরণ করা হয়।
এ সময় সংগঠনটির প্রধান প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক আব্দুল করিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।
প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের সভাপতি সৈয়দ মোহাম্মদ আজিম উদ্দীন ও সাধারণ সম্পাদক মাসুদ করিম সুমন জানান, আমাদের সংগঠনের পক্ষ থেকে ফেনীতে বন্যায় প্লাবিত এলাকায় নিয়মিত রান্না করা খাবার সরবরাহ করছি। রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবারকে প্রায় অর্ধ লক্ষ টাকা নগদ সহয়তা দিয়েছি। সংগঠনের সকল সদস্যের জন্য আপনারা দোয়া করবেন যাতে এটি অব্যাহত রাখতে পারি।
দেশ প্রতিনিধি মানিক কান্তি দাশ ও মো. ফিরোজ উদ্দীনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের সিনিয়র উপদেষ্টা হাজী নুরুন্নবী, উপজেলা সমবায় সমিতির অফিসার দিবাকর দাশ মান্না, কর্ণফুলী ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজী রাশেদ, সিনিয়র সহ-সভাপতি ও ত্রাণ কমিটির প্রধান সমন্বয়ক আব্দুল মালেক, সিনিয়র সহ-সভাপতি তানসেন বড়ুয়া, সিনিয়র সদস্য মো. হারুন।
এছড়াও প্রবাসী দপ্তর সম্পাদক মো.আব বক্কর, দেশের দপ্তর সম্পাদক আবাদুল মান্নান, সিনিয়র সদস্য মো. হারুন, দেশ প্রতিনিধি মো.বেলাল উদ্দীন প্রমুখ।
মন্তব্য নেওয়া বন্ধ।