চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১১টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।
নিহত শিশুর নাম মো. সিফাত (৩)। সে একই এলাকার মো. দিদারের ছেলে।
এর আগে, গত শুক্রবার (২২ মার্চ) একই রিকশাচালকের বেপরোয়া গতির কারণে একই এলাকার মো. রাফি (৩) নামে আরেক শিশু গুরুতর আহত হয়। বর্তমানে সে নগরীর একটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
এদিকে দুই শিশুর দুর্ঘটনার ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা পোমরা-হাজীপাড়া সড়কে রিকশা চলাচল বন্ধ করে দিয়েছে।
স্থানীয় বাসিন্দা জিয়াউল হক সম্রাট জানান, সোমবার দুপুরে পোমরা মাইজপাড়া তিন রাস্তার মোড়ে বেপরোয়া গতির একটি ব্যাটারিচালিত রিকশা সিফাতকে ধাক্কা দেয় এবং শিশুটির ওপর দিয়েই চালিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ১১টায় শিশুটি মারা যায়।
প্রায় এক সপ্তাহ আগেও একই রিকশাচালকের বেপরোয়া চালনার কারণে মো. রাফি (৩) নামে আরও এক শিশু গুরুতর আহত হয়। রাফি এখনো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় বাসিন্দা নুরুল আজিম বলেন, এই এলাকায় রিকশাগুলো খুব বেপরোয়া গতিতে চলে। আমরা বারবার নিষেধ করলেও চালকরা শুনছে না। শেষ পর্যন্ত একজন শিশুর প্রাণ গেল, আরেকজন গুরুতর আহত হলো। তাই আমরা আপাতত এই সড়কে রিকশা চলাচল বন্ধ করে দিয়েছি।
রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হালদার বলেন, দুর্ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য নেওয়া বন্ধ।