চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আবু ছৈয়দ নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবু ছৈয়দ উপজেলার ইছাখালী আদর্শ গ্রামের বাসিন্দা।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাঙ্গুনিয়া উপজেলার সদরে পৌরসভার ইছাখালী সেগুন বাগান এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ
রাঙ্গুনিয়া থানার (ওসি) মোস্তফা কামাল খাঁন বলেন, কয়েজন স্থানীয় সেগুন বাগানের ভেতরে মরদেহটি দেখতে পাই। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে৷ আমরা লাশের মাথায় আঘাতের চিহ্ন এবং মুখ থেতলানো ছিলো দেখলাম।
তিনি বলেন, সম্ভবত ইট বা ভারী বস্তু দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত রির্পোট আসলে জানতে পারবো।
মন্তব্য নেওয়া বন্ধ।