চট্টগ্রামের রাঙ্গুনিয়া সরফভাটা ইউনিয়নের ৫টি প্রতিষ্ঠানের ১৫০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে নুরুল আমাতুল ফাউন্ডেশন। শনিবার (১১ মে) সকালে সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের হল রুমে এসব সামগ্রী বিতরণ করা হয়।
শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরফভাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এস এম জহিরুল ইসলাম। এতে উদ্বোধক ছিলেন সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আব্দুর রউফ মাস্টার।
প্রধান অতিথি ছিলেন সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, প্রধান বক্তা সরফভাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবুল ইসলাম সরফী।
বিজয় টিভির রির্পোটার এস এম নওশাদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কাজী এ এম এম মমতাজুল ইসলাম, ডা. এস এম আবুল ফজল, মোহাম্মদ হারুন, শিক্ষক অঞ্জন বৈদ্য, জেলা সমবায় অফিসার বাদশা মিয়া, আবুল কালাম চৌধুরী, এস এম আবুল মনছুর প্রমুখ।
নুরুল আমাতুল ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্বাহী প্রকৌশলী এস এম তৌহিদুল ইসলাম বলেন, আমরা কয়েক বছর ধরে আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে এই শিক্ষা সামগ্রী দিয়ে আসছি। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি এই ফাউন্ডেশনের মাধ্যমে একটি শিক্ষাবৃত্তি চালু করব। পুরো সরফভাটার শিক্ষার্থীরা এই শিক্ষা বৃত্তিতে অংশগ্রহণ করতে পারবেন।
মন্তব্য নেওয়া বন্ধ।