রাঙ্গুনিয়া উপজেলা ইসলামপুর গাবতল এলাকার রাস্তার পাশ থেকে মোঃ আল-আমিন নামের (৩৫) বছরের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি গাজীপুর শ্রীপুর উপজেলার নারায়নপুর গ্রামের মোঃ শহিদ ইসলামের ছেলে।
শনিবার (১৫ জুলাই) সকালে চট্টগ্রাম রাঙামাটি সড়ক গাবতল একালার এন ডি ই কোম্পানি লিমিটেড এর রাস্তার পূর্বপাশে লাশটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, ইসলামপুর গাবতলা এলাকা থেকে আমরা একটি লাশ উদ্ধার করেছি প্রাথমিকভাবে এটি গাড়ি এক্সিডেন্ট নাকি হত্যা আমরা বলতে পারছি না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলেই জানা যাবে।
মন্তব্য নেওয়া বন্ধ।