চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা চালক যাত্রীসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে পৌরসভার ভোবানী মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা যাযনি।
দুর্ঘটনাকবলিত ট্রাকের চালকের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার পশ্চিম সরপভাটা ইউনিয়নে এবং অটোরিকশাচালকের বাড়ি রাউজান উপজেলার রমজানের হাট এলাকায়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে রাঙ্গুনিয়া থানা-পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
মন্তব্য নেওয়া বন্ধ।