রাঙ্গুনিয়া প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার রাঙ্গুনিয়া প্রতিনিধি এম এ কোরাশী শেলু ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৫ বছর। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ঘুমের মধ্যেই স্ট্রোক করে মারা গিয়েছেন বলে তার পরিবার নিশ্চিত করেন।
শুক্রবার(২৪ নভেম্বর) বাদে আছর চন্দ্রঘোনা মালেক সওদাগর বাড়ি জামে মসজিদের মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তিনি দীর্ঘদিন সাহসিকতা সাথে মফস্বলে সাংবাদিকতা করেন। তার মৃত্যুতে রাঙ্গুনিয়া প্রেসক্লাব,স্থানীয় সাংবাদিক সবস্তরের মানুষের শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে এবং তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
মন্তব্য নেওয়া বন্ধ।