রাঙ্গুনিয়া ইউপি সদস্যদের অপসারণের দাবি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্যানেল, ইউপি সদস্য ও মহিলা সদস্যদের অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে পোমরা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ। কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১টায় পোমরার শান্তিরহাট ইউনিয়ন পরিষদ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব দিদারুল আলম এবং প্রধান অতিথি ছিলেন আহ্বায়ক মো. আজিজুর রহমান।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিনাভোটে নির্বাচিত এসব ইউপি সদস্যরা জনগণের প্রতিনিধি হিসেবে বৈধতা হারিয়েছে। তাদের অপসারণ করে একটি স্বচ্ছ ও গণতান্ত্রিক স্থানীয় সরকার গঠন করতে হবে।

বক্তারা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে স্থানীয় সরকার ব্যবস্থাও দলীয়করণে পরিণত হয়েছে। এই ফ্যাসিস্ট দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—জিয়া মঞ্চ উত্তর জেলা সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল ইসলাম, রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আশরাফুল হক হারুন, যুবদল নেতা হাজী হারুনুর রশিদ, জাতীয়তাবাদী নাগরিক সমাজের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক হাজী মোরশেদ আলম, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম তালুকদার, ওমর ফারুক, আরিফ তালুকদার, ছৈয়দুল আলম, কুতুবউদ্দিন, শওকত আলী, মাসুদ রানা প্রমুখ।

সভা শেষে পোমরা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসানের মাধ্যমে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।