চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভা ও ২০২৫ সালের এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নেছার উদ্দীন চৌধুরী সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি সভাপতি জনাব মো.আবু বক্কর।
শিক্ষক রাজিব দত্তর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য মো.ইসমাইল হোসেন,সাবেক ৫নং পারুয়া ইউপি সদস্য মো.ইউছুফ, পারুয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. হারুন, রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুন্গ আহবায়ক আজিজুল হক লিটন,পারুয়া ইউনিয়ন বিএনপির নেতা আবু তৈয়ব তালুকদার, অভিভাবক প্রতিনিধি ইসমাইল হোসেন তালুকদার প্রমুখ।
পরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয় থেকে ২০২৫ সালের কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।



মন্তব্য নেওয়া বন্ধ।