রাঙ্গুনিয়া পৌরসভার ৪৯ কোটি টাকার বাজেট ঘোষণা

রাঙ্গুনিয়া পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৪৯ কোটি ১৭ লাখ ৭৬ হাজার ৮৭৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে পৌরসভা মিলনায়তনে মেয়র মো. শাহজাহান সিকদার এ বাজেট ঘোষণা করেন।

জানা গেছে, বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ৭৮ লক্ষ ৫০ হাজার টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৮৪ লক্ষ ৮৫ হাজার টাকা। রাজস্ব সমাপনী স্থিতি ৯৩ লক্ষ ৬৫ হাজার টাকা। উন্নয়ন তহবিল আয় ধরা হয়েছে ৩৩ কোটি ৩১ লক্ষ ৬১ হাজার ৫৪৮ টাকা। উন্নয়ন তহবিল ব্যয় ৩৫ কোটি ৭৯ লক্ষ ৬১ হাজার ৫৪৮ টাকা। মোট আয় ধরা হয়েছে ৪৯ কোটি ১৭ লক্ষ ৭৬ হাজার ৮৭৩ টাকা। ব্যয় ধরা হয়েছে ৩৮ কোটি ৬৪ লক্ষ ৪৬ হাজার ৫৪৮ টাকা। সমাপনী স্থিতি ১০ কোটি ৫৩ লক্ষ ৩০ হাজার ৩২৫ টাকা।

রাঙ্গুনিয়া পৌরসভা মেয়র আলহাজ্ব মো. শাহজাহান সিকদারের সভাপতিত্বে প্যানেল মেয়র মো. জালাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী মো. আল হেলাল, প্রকৌশলী মো. জমির উদ্দিন, অলি আহমদ মাস্টার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি জিগারুল ইসলাম জিগার, সাধারণ সম্পাদক মাসুদ নাসির, সাংবাদিক মোহাম্মদ আলী,সাংবাদিক নরুল আবছার, সাংবাদিক শান্তি চাকমা, সাংবাদিক প্রান্ত নিবাস বড়ুয়া, সাংবাদিক জগলুল হুদা, প্যানেল মেয়র মো. তারেকুল ইসলাম চৌধুরী, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন শাহ, আবুল কাশেম, কপিল উদ্দিন সিকদার, নুরুল আবছার জসিম, নজরুল ইসলাম, অলি আহমেদ, ওমর ফারুক, মারুফা বেগম, ইয়াসমিন আকতার, হিসাবরক্ষক আলী মোহাম্মদ এরশাদ প্রমুখ।

পৌর মেয়র মো. শাহজাহান সিকদার বলেন, পৌরসভা একটি জনকল্যাণমুখী প্রতিষ্ঠান। উন্নয়ন কাজে জনগনের সহায়তা ও অংশীদারিত্বের প্রয়োজন এবং জবাবদিহিতামূলক প্রশাসনিক মনমানসিকতা থাকলে সকল সমস্যার সমাধান একযোগে করা সম্ভব।

মন্তব্য নেওয়া বন্ধ।