রাঙ্গুনিয়া মোটরসাইকেল-জিপের মুখোমুখি সংঘর্ষ, ইউপি সদস্য নিহত
চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় মোটরসাইকেল ও চাঁদের জিপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক আরোহী।
সোমবার (২৩ অক্টোবর) বিকালে উপজেলার ১০ নম্বর পদুয়া ইউনিয়নের বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালকেে নাম মো. হেলাল (৩৮ )। তিনি বান্দরবানের কুহালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড়ের বর্তমানে ইউপি সদস্য। দুর্ঘটনায় আহত হয়েছেন ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ন সম্পাদক মো. নুরুন্নবী (৪৬) তিনি বর্তমানে চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে ভর্তি আছেন।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাসান বলেন, ১০ নম্বর পদুয়া থেকে মোটরসাইকেল যোগে ২ আরোহী যাচ্ছিলেন। মাঝখানে বটতল নিকটস্থ পৌঁছলে বিপরীত দিক হতে দ্রুতগামী চাঁদের গাড়ি জিপের সাথে মুখোমুখী সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হন।
তিনি আরও বলেন, গুরুতর আহত নুরুন্নবীকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে প্রেরণ করে। মোটরসাইকেল ও চাঁদের জিপ গাড়িটি পুলিশ উদ্ধার করে থানা এনেছে।
মন্তব্য নেওয়া বন্ধ।