চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক মুহিউস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক পরীক্ষায় এ প্লাস প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মাদ্রাসার হল রুমে এই পুরুষ্কার বিতরণ করা হয়।
শিলক মুহিউস সুন্নাহ মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা আনাস মাদানীর সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলম সাহেব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমদাদিয়া কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল আকতার। প্রধান মেহমান ছিলেন মো. নাজিম উদ্দিন তালুকদার।
অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক মাওলানা তারেক আজিজ কুতুবীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা পরিচালক মাওলানা মুফতি জাকারিয়া, ছাত্রবাস পরিচালক মুফতি মিরাজ উদ্দিন,মাওলানা হোসাইন আহমেদ, মাওলানা নেজাম উদ্দিন, মাওলানা খুরশেদ আলম, মাওলানা মনোয়ার করিম, হাফেজ মাওলানা ইসমাইল, মাস্টার মোহাম্মদ হামিদুল হক প্রমুখ।
মন্তব্য নেওয়া বন্ধ।