রাঙ্গুনিয়ায় কৃষি জমিতে মিললো ২ অজগর

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় লোকালয় থেকে ১৫ কেজি ও ৮ কেজি ওজনের দুইটি অজগর সাপকে উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। যেগুলো লম্বায় ৬ ও সাড়ে ৩ ফুট ।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার পোমরা ইউনিয়নের হাজীপাড়া গ্রামের হাজির ঢালায় কৃষি জমিতে কৃষকরা দেখতে পেলে সাপ দুটি ধরে বন বিভাগের কাছে হস্তান্তর করে। পরে সাপ দুটিকে বনে অবমুক্ত করা হয়।

স্থানীয় কৃষক নুরুল আলম ও সুমন বলেন, “সকালে কৃষি জমির আগাছা পরিষ্কার করতে গেলে অজগর দুইটি চোখে পড়ে। এর আগেও অজগর এসে হাঁস মুরগী খেয়ে চলে যায়। পরে সাপ দুটি উদ্ধার করে হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রাখি। বন বিভাগকে খবর দিলে তারা এসে সাপ দুটি নিয়ে যায়।”

বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির জানান, “সকাল ১০ টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাপ দুটি উদ্ধার করা হয়। পরে বেতাগী সিরিয়ার মুখ কর্ণফুলী নদীর তীরে জঙ্গলে সাপ দুটি অবমুক্ত করা হয়।”

মন্তব্য নেওয়া বন্ধ।