রাঙ্গুনিয়ায় কৃষি জমির মাটি বিক্রি করায় জরিমানা দেড় লাখ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কৃষি জমির উপরিভাগের মাটি বিক্রির দায়ে মোহাম্মদ শহীদুল আলম (৪২) নামে একজনকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ জানুয়ারি) দুপুরে রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের গজালিয়া নামক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে রাঙ্গুনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম বলেন, কৃষি জমির উপরিভাগের মাটি বিক্রির দায়ে একজনকে জরিমানা করা হয়েছে। সেইসাথে ভবিষ্যতে এমন কাজ না করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কৃষি জমি খনন করে মাটি বিক্রি করায় ২০১০ সালে প্রণীত ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা’ আইনের লংঘন হয়েছে। আইনে কৃষি জমির উপরের স্তর অর্থাৎ উর্বরাংশ অনুমতি ছাড়া খনন ও বিক্রয় নিষিদ্ধ রয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।