চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাদিয়া আক্তার ঊর্মি (১৮) নামের এক গৃহবধুর শয়নকক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়েছে। শ্বশুর পক্ষের দাবী ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে উর্মি আত্মহত্যা করেছেন। আট মাস আগে পারিবারিকভাবে তাঁর বিয়ে হয়েছিল।
সোমবার (১৪ নভেম্বর) বিকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিনছি বাপের বাড়ী এলাকায় শ্বশুর বাড়ির এ ঘটনা ঘটে। সাদিয়া আক্তার ঊর্মি উপজেলার পোমরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড হরালিয়া পাড়া এলাকার ওয়াহিদুল নবীর বড় মেয়ে।
৮ মাস আগে পারিবারিকভাবেই ইসলামপুর ইউনিয়নের বিনছি বাপের বাড়ী এলাকায় বাদশা মিয়ার ছেলে প্রবাসী মোহাম্মদ ইউসুফের সাথে বিয়ে হয়। পারিবারিক কলোহের জেরে আত্মহত্যা করতে পারে বলে স্থানীয়দের ধারণা।
রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুব মিলকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি লাশ নামিয়ে রেখেছে স্বজনরা। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা ধারণা করা হলেও ময়নাতদন্তের পর নিশ্চিত বলা যাবে হত্যা নাকি আত্মহত্যা। আমরা ময়নাতদন্তের জন্য তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছি।