চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার দুই আসামি হলো উপজেলার মরিয়ম নগরের আমিরিয়া পাড়া এলাকার মৃত আবদুর সবুরের ছেলে মোহাম্মদ আমিন (৪৫) ও একই এলাকার মৃত আবদুল রাজ্জাকের ছেলে আলতাফ হোসেন (৪২)।
বুধবার (১১ মে) বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিলকী। তিনি জানান, মঙ্গলবার (১০ মে) রাত ৯ টার দিকে উপজেলার মরিয়ম নগর চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করেছেন র্যাব-৭।
এদের মধ্যে আমিনের বিরুদ্ধে ২০১৪ সালের একটি হত্যা মামলাসহ কিছু নিয়মিত মামলাও রয়েছে এবং আলতাফ একটি এজাহারভুক্ত আসামি। গ্রেফতারর দুজনকে বুধবার আদালতে সোপর্দ করলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।