রাঙ্গুনিয়ায় পলাতক দুই আসামি র‍্যাবের হাতে আটক

0

চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার দুই আসামি হলো উপজেলার মরিয়ম নগরের আমিরিয়া পাড়া এলাকার মৃত আবদুর সবুরের ছেলে মোহাম্মদ আমিন (৪৫) ও একই এলাকার মৃত আবদুল রাজ্জাকের ছেলে আলতাফ হোসেন (৪২)।

বুধবার (১১ মে) বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিলকী। তিনি জানান, মঙ্গলবার (১০ মে) রাত ৯ টার দিকে উপজেলার মরিয়ম নগর চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করেছেন র‍্যাব-৭।

এদের মধ্যে আমিনের বিরুদ্ধে ২০১৪ সালের একটি হত্যা মামলাসহ কিছু নিয়মিত মামলাও রয়েছে এবং আলতাফ একটি এজাহারভুক্ত আসামি। গ্রেফতারর দুজনকে বুধবার আদালতে সোপর্দ করলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।