রাঙ্গুনিয়ায় মাটির ঘর পুড়ে ছাই

রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর অগ্নিকাণ্ডে একটি মাটির ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (৬ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে ইসলামপুর ১নং ওয়ার্ড হোদারপাড়া ফুলতল এলাকার মৃত বাদশার শেষ সম্বল মাটির ঘরটি আগুনে পুড়ে গেছে।

পরিবারের সদস্য ফরিদা বেগম বলেন, সকাল থেকে আমার শরীর অসুস্থ লাগছিল তাই আমি বাড়িতেই শুয়েছিলাম। আমার ছেলের বউ পাশের সবজি খেতে সবজি আনতে গিয়েছিল। একটু পর হঠাৎ আগুন দেখতে পাই, আগুনের তীব্রতা দেখে আমি চিৎকার করলে আমার ছেলের বউ এবং স্থানীয়রা ছুটে আসে কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে।

আগুনের খবর নিশ্চিত করে ইসলামপুর ১নং ওয়ার্ড ইউপি সদস্য আরফাত হোসাইন বলেন, আগুনের খবর শুনে আমি ফায়ার সার্ভিসকে ফোন করি এবং আমি ও স্থানীয় লোকজন নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি।

কাউখালী উপজেলা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সব পুড়ে গেছে। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। আনুমানিক সব মিলে মোট তাদের ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।