রাঙ্গুনিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সামগ্রী হস্তান্তর

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য চিকিৎসা সামগ্রী প্রদান করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে উপজেলা মিলনায়তন কেন্দ্রে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মিনু চাকমার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী দিদারুল আলম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.দেব প্রসাদ চক্রবর্তী, মুক্তিযোদ্ধা কমান্ডার খায়রুল বশর মুন্সি, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম চৌধুরী আইয়ুব প্রমুখ।

চিকিৎসা সামগ্রী মধ্যে রয়েছে ২০ টি অক্সিজেন ফ্লো মিটার, ১০ টি সিলিং ফ্যান, ২০টি সিট কেবিনেট, ১টি রোগী এক্সমিনেশন বেড, ২টি ডিজিটাল ওয়েট মেশিন, ২৫ টি অক্সিজেন সিলিন্ডার, ২টি সিবিজি মেশিন, ২০ টি লো বেঞ্চ, ২০টি সোলার স্ট্রিট লাইট।

এমএফ

মন্তব্য নেওয়া বন্ধ।