‘রাজনৈতিক দলের সব পর্যায়ে ন্যূনতম ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে’

গণপ্রতিনিধি আদেশের (আরপিও) নির্দেশনা অনুসারে রাজনৈতিক দলের সব পর্যায়ে অনতিবিলম্বে ন্যূনতম ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছে তৃণমূল নারী নেত্রীদের সংগঠন অপরাজিতা নেটওয়ার্ক।

শনিবার (১৭ জুন) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে তৃণমূল নারী নেত্রীদের সংগঠন অপরাজিতা নেটওয়ার্ক আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।
বক্তারা আরও বলেন, নারী প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে রাজনেতিক দলগুলোকে আরো সাহসী হতে হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অনুচ্ছেদ ৯০ (খ) উল্লেখ ছিল দেশের রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় কমিটিসহ সকল কমিটিতে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব ২০২০ সালের মধ্যে নিশ্চিত করা। ইতোমধ্যে উল্লেখিত সময়সীমা অতিক্রান্ত হলেও প্রধান রাজনৈতিক দলগুলোসহ অন্য কোনো রাজনৈতিক দল এই শর্ত পূরণে সক্ষম হয়নি।

তারা আরও বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্বের সময়সীমা ২০৩০ সাল পর্যন্ত বৃদ্ধি করতে হবে। এসব দাবি নিয়ে অপরাজিতা নেটওয়ার্ক স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট মহলের সাথে সংলাপের পাশাপাশি বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। সে ধারাবাহিকতায় আজ একযোগে দেশের ১৬টি জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বক্তারা বলেন, নারীরা শুধু সংরক্ষিত আসনে নির্বাচন করতে চায় না। সাধারণ আসনেও তাদের উল্লেখযোগ্য অবস্থান দেখতে চাই। মানববন্ধনে চট্টগ্রাম জেলার বিভিন্ন অঞ্চলের অপরাজিতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।