রাঙামাটি রাজস্থলী উপজেলার খাগড়াছড়ি পাড়া এলাকায় এক দিন মজুরের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই দিনমজুর পরিবারের প্রায় সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (২৫ জুলাই ) ভোর ৫টার সময় রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের খাগড়াছড়ি পাড়া এলাকার দিন মজুর আবদুল লতিফের বাড়িতে এ ঘটনা ঘটে।
লতিফ বলেন, সকালের আজানের পর হঠাৎ করেই ঘরে আগুন লেগে যায়। এতে বসতঘর, গোয়াল ঘর সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
তিনি বলেন, ঘরে মেয়ের বিবাহ দেওয়ার জন্য জিনিসপত্র, ব্র্যাক ব্যাংক থেকে আনা ৩০ হাজার টাকা লোন এবং আমার জমানো টাকাসহ সব ছাই হয়ে গেছে। পরিবারের ৫ সদস্যকে নিয়ে বর্তমানে প্রায় খোলা আকাশের নীচে অবস্থান করছি।
১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা বলেন, আগুনে পুড়ে ওই পরিবারের প্রায় সব কিছুই শেষ।
রাজস্থলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জুয়েল বড়ুয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ওই বাড়ির পাশের ইটের দেয়াল ছাড়া প্রায় সব কিছুই পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক ৫ লাখ টাকার মতো হবে বলে জানা গেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ বলেন, আগুন লাগার বিষয়ে শুনেছি ক্ষতিগ্রস্ত পরিবার আবেদন করলে জেলাপ্রশাসকের তহবিল হতে সহায়তা করার আশ্বাস দেন তিনি।
মন্তব্য নেওয়া বন্ধ।