রাজস্থলীতে টিসিবি পণ্য বিতরণ শুরু

রাঙামাটির রাজস্থলী উপজেলা ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদে টিসিবি পণ্য বিতরণ শুরু হয়েছে। বুধবার (৩০ মার্চ) সকাল ৯ টার দিকে ইউপি চেয়ারম্যান আদোমং মারমা টিসিবি পণ্য বিতরণ উদ্ধােধন করেন।

এসময় ইউপি চেয়ারম্যান বলেন, আজকে টিসিবি পণ্য বিতরণ প্রায় ১ হাজার তিনশত পরিবারকে ন্যায্য মূল্যে দামে ২ কেজি সয়াবিন তেল, ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল পণ্য প্রদান করা হয়। সামনে রমজান ও ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এসব টিসিবি পণ্য কার্য্যক্রম বিতরণ সারা বাংলাদেশে হাতে নেয়া হয়।

টিসিবি পণ্য উপকারভোগী মংচহলা মারমা জানান, এসব ন্যায্য মূল্যে টিসিবি পণ্য পেয়ে অত্যন্ত খুশি। পাহাড়ের দুর্গম এলাকার প্রতিটি পরিবাররা টিসিবি ন্যায্য মূল্যে পণ্য পেয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানায়।

এসময় উপস্থিত ছিলেন ৩২০ নং কাকড়াছড়ি মৌজা হেডম্যানের প্রতিনিধি চাইথোয়াইমং মারমা, ইউপি ওয়ার্ড সদস্য মো. মিজান, মো. কাদের হাওরাদার, মো. এমদাদুল হক, বাপ্পি দে, সালমা আক্তার, শিমুল দাশ, ক্যচিংহলা মারমা, ঈখ্যাইমং মারমা ও স্থানীয় কারবারী।

এমএফ

মন্তব্য নেওয়া বন্ধ।