রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

রাঙামাটির রাজস্থলীতে কাপ্তাই অটল ৫৬ এর উদ্যোগে রাজস্থলী সাব জোনের ব্যবস্থাপনায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে দুস্থ, অসহায় ও গরীবদের চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজস্থলী সাব জোন ক্যাম্পের মাঠে এ ক্যাম্প কার্যক্রম পরিচালনা করা হয়।

মেডিসিন বিশেষজ্ঞ ডা. ক্যাপ্টেন মো.সাফাত চৌধুরীর নেতৃত্বে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা দেওয়া হয়। ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা প্রায় ৭০/৮০ জন রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চোখের সমস্যা, নাক-কান-গলা, হৃদরোগ ও বক্ষব্যাধি লিভার-পরিপাক ও কিডনি, চর্ম ও যৌন, শিশু বিভাগ, ডায়াবেটিস ও ইউরিন, প্রসূতি ধাত্রীবিদ্যা ও স্ত্রী রোগ, মেডিসিন, পেইন ক্লিনিক ও বাতের ব্যথা, ফিজিক্যাল মেডিসিন বিভাগে রোগী দেখা ও বিভিন্ন রোগের জন্য বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে।

কাপ্তাই অটল ৫৬ এর অধিনায়ক লেঃ কর্ণেল নূরে উল্লাহ জুয়েলে বলেন, পার্বত্য দুর্গম এলাকায় পাহাড়ী ও বাঙ্গালীদের চিকিৎসা সেবা আর্থসামাজিক উন্নয়নসহ সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে সেনাবাহিনী। আপনাদের পাশে আমরা আছি এবং থাকবো।

এ সময় উপস্থিত ছিলেন রাজস্থলী সাব জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার নুর এ শাহী, সাংবাদিক আজগর আলী খানসহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য নেওয়া বন্ধ।