রাঙামাটির রাজস্থলী উপজেলার ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের থলিপাড়া খিয়াং অধুষ্যিত এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে ৪টি বসতঘর পুড়ে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার (১০ জুন) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। তবে আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা বলেন, ভোরে উক্যজাই খিয়াং ঝুমচাষের জন্য দুর পাহাড়ে গেলে ঘরে থাকা ছেলেরা মশা তাড়ানোর জন্য আগুনের ধোঁয়া দিলে সেখান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা এবং বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিন্তু কিছু বুঝে উঠার আগে আগুন মুহূর্তের মধ্যে পাশ্ববর্তী উক্যজাই খিয়াং, চিংসামং খিয়াং, পাইপো খিয়াং, কুংসা খিয়ায়ের ঘরসহ ৪টি ঘরে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘরগুলোতে থাকা লোকজন দ্রুত বের হয়ে আসায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। এদিকে এলাকা দুর্গম হওয়াতে ফায়ার সার্ভিস যাওয়া সম্ভব হয়নি। আগুনে ৪টি ঘরে থাকা মূল্যবান মালামাল পুঁড়ে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ বলেন, আগুনে ৪টি ঘর পুড়ে ছাই হয়েছে বলে আমরা জেনেছি।ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সাহায্যের জন্য আবেদন করেছেন। আমি জেলা প্রশাসক বরাবরে প্রেরণ করেছি। দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করা হবে।
মন্তব্য নেওয়া বন্ধ।