রাতের আঁধারে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় শ্রমিক নিহত

বান্দরবানের লামা উপজেলার আজিজ নগরে রাতের আঁধারে পাহাড় কাটতে গিয়ে ফকির আহমদ (৫০) নামে এক শ্রমিক নিহত এবং অপর একজন আহত হয়েছেন। শুক্রবার (১৬ জুন) রাত ১০টায় আজিজ নগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তেলুনিয়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ফকির আহমদ (৫০) আজিজ নগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মিশন পাড়া পাগলীর ঝিড়ির মৃত ইদ্রিস মিয়ার ছেলে। আহত আরমান উদ্দিন (১৭) একই ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকার মো. ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তেলুনিয়া পাড়ার বাসিন্দা মৃত হাফেজ মিয়ার ছেলে জামাল উদ্দিন (৪৫) ও হেলাল উদ্দিন (৩৫) বেশ কয়েকদিন ধরে বাড়ির পাশের পাহাড় কাটছিল। শুক্রবার গভীর রাতে ৩ জন শ্রমিক দিয়ে মাটি কাটতে কাজে লাগায়। এ সময় পাহাড়ি মাটিতে চাপা পড়েন ফকির আহমদ ও আরমান উদ্দিন। স্থানীয়রা এগিয়ে এসে আরমানকে দ্রুত উদ্ধার করলেও ফকির আহমদকে প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আজিজ নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হক বলেন, চুরি করে রাতের আঁধারে পাহাড় কাটতে গিয়ে তারা মাটি চাপা পড়ে একজন নিহত এবং আরেকজন আহত হয়েছেন। নিহতের মরদেহ হস্তান্তর করে আইনি পদক্ষেপ হাতে নেওয়া হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।