রাত পোহালেই চট্টগ্রামের ২৭ ইউনিয়নে ভোট

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চতুর্থ ধাপে কর্ণফুলী, পটিয়া ও লোহাগাড়া উপজেলার ২৭টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে।

নির্বাচনী প্রচারণায় প্রার্থী ও তাদের সমর্থকরা আচরণ বিধি লঙ্ঘন করে জরিমানাও গুণতে হয়েছে। হয়েছে বেশ কয়েকটি এলাকায় সংঘর্ষও। তাই অনাকাঙ্খিত যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

কর্ণফুলীর উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে একটিতে, পটিয়ার ১৭টির তিনটিতে এবং লোহাগাড়ার ৬টি ইউনিয়নের দুটিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ২৭ ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ২৪৯টি। ভোটার সংখ্যা চার লাখ ৯২ হাজার ৬১৭ জন।

জানতে চাইলে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, চতুর্থ ধাপে চট্টগ্রামে জেলার তিনটি উপজেলায় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সকল প্রস্তুতি শেষ হয়েছে। ভোটকেন্দ্রে ভোটগ্রহণ সরঞ্জাম পৌঁছানো হচ্ছে। ব্যালট পেপার যাবে ভোটগ্রহণের দিন ভোরে।

মন্তব্য নেওয়া বন্ধ।