রাত পোহালেই ভোটের লড়াই। উৎসব-উত্তেজনা, উদ্বেগ-উৎকণ্ঠা। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর নির্বাচনের অপেক্ষায় এলাকার ২৫ হাজার ১০৮ জন ভোটার। প্রস্তুত নির্বাচন কমিশনও।
ইভিএম-এ প্রথমবারের মতো এখানে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে নির্বাচন অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও তাদের আনুষ্ঠানিক প্রচারণার ইতি টেনেছেন।
ভোটে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
তফসিল ঘোষণা করা হয় গত ২৩ এপ্রিল তাতে ভোট গ্রহণের তারিখ ১৫ জুন নির্ধারণ করা হয়। তফসিল ঘোষণার পর থেকে মাঠে প্রার্থী দৌড়ঝাঁপ শুরু হয়।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৩, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ এবং সাধারণ সদস্য পদে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, এর আগে ২০১৬ সালের ২৩ এপ্রিল নির্বাচন হওয়ার কথা থাকলেও সীমানা জঠিলতায় একদিন আগে নির্বাচন স্থগিতাদেশ জারি করে নির্বাচন কমিশন। পরে ২০১৭ এর ১৬ এপ্রিল এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
মন্তব্য নেওয়া বন্ধ।