রামুর সড়কে ঝরলো কোরআনে হাফেজের প্রাণ

0

রামুতে বাসের ধাক্কায় রিদুয়ান নামে এক হাফেজ মৃত্যুবরণ করেছেন। শনিবার (৮ এপ্রিল) চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের জোয়ারিয়ানালা এলাকায় টমটমের সাথে সৌদিয়া বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফেজ রিদুয়ান জোয়ারিয়ানালা ইউনিয়নেরর ঘোনার পাড়ার বাসিন্দা ও জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু বক্কর এর কনিষ্ঠ পুত্র। রিদওয়ান জামিয়া দারুল উলুম হাটহাজারীর ইসলামী সাহিত্য বিভাগের ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ৯টায় টমটমে থাকা হাফেজ রিদুয়ান সৌদিয়া বাসের ধাক্কায় গুরুতর আহত হয়। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টায় তার মৃত্যু হয়।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।