রাস্তায় প্রকাশ্যে প্রতিবন্ধীর শ্লীলতাহানি, বায়েজিদে আটক ৫

৯৯৯-এ ফোন করলো এক ট্রাক চালক

0

রাস্তায় একা পেয়ে বুদ্ধি প্রতিবন্ধী এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগে পাঁচ বখাটে যুবককে আটক করেছে বায়েজিদ থানা পুলিশ। শ্লীলতাহানির ঘটনা একজন ট্রাকচালক দেখে পুলিশের জাতীয় জরুরী সেবা-৯৯৯এ ফোন করলে পুলিশ গিয়ে তাদের আটক করে।

বুধবার (১৮ মে) বিকেলে বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

তিনি বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার সময় বায়েজিদ থানার অক্সিজেন স্টারশিপ ফ্যাক্টরী সংলগ্ন র‌্যাংস মোটরসের সামনে রাস্তার পাশে গ্রেপ্তারকৃতরা ভিকটিমকে একা পেয়ে তার সামনে এসে তাকে টানা হেঁচড়া করতে থাকে এবং শ্লীলতাহানি করতে থাকে। বিষয়টি একজন পথচারী ট্রাকের ড্রাইভার দেখতে পেয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোন করলে আমাদের টিম গিয়ে ভিকটিমকে উদ্ধার করে।

আকটকৃতরা হলো- মো. সোহেল, মো. শফিকুল ইসলাম, মো. জসিম উদ্দিন, সাদেক ও ইসহাক মিয়া। এদের মধ্যে সোহেল এর আগেও একাধিকবার পুলিশের হাতে আটক হয়েছিল বলে জানান ওসি কামরুজ্জামান।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।