চট্টগ্রামের সাতকানিয়ায় রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চালানোর দায়ে দুই ডাম্প ট্রাকের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ মার্চ) সকালে সাতকানিয়া পৌরসভা এলাকায় সাতকানিয়া থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী।
দণ্ডপ্রাপ্তরা হলে, এওচিয়া ইউনিয়নের মৃত হাফেজ আহমেদের ছেলে মো. ওসমান (৬৪) ও কাঞ্চনা ইউনিয়নের আব্দুল মাবুদের ছেলে আব্দুল হক (৪০)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বলেন, গাড়ির রেজিস্ট্রেশন ছাড়া রাস্তায় ড্রাম্প ট্রাক চালানোর অপরাদে ২ চালককে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।