রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইলের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও ক্লাবের ৫০তম পাক্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরের গরিবুল্লাহ শাহ হাউজিং সোসাইটিতে এই আয়োজন সম্পন্ন হয়।
ক্লাব সভাপতি শাহাদাৎ হোসেন চৌধুরীর সভাপতিত্বে এতে অংশ নেন চার্টার প্রেসিডেন্ট মোহাম্মদ আলমগীর, ইমিডিয়েট ফাস্ট প্রেসিডেন্ট নুসরাত জাহান কলি, প্রেসিডেন্ট ইলেক্ট ওরশন আক্তার, ফাস্ট প্রেসিডেন্ট মোহাম্মদ আলাউদ্দিন, ভাইস প্রেসিডেন্ট বিলকিছ আক্তার, ক্লাব সেক্রেটারি সৈয়দ জসিম উদ্দিন।
অতিথি ছিলেন রোটারি ক্লাব অব চট্টগ্রাম ইম্পেরিয়ালের চার্টার প্রেসিডেন্ট নজরুল ইসলাম নান্টু, নিজামপুর কলেজের সাবেক অধ্যক্ষ রফিক উদ্দিন।
সভায় আলোচকরা বলেন, ২০২১ সালের ৩০ আগস্ট রোটারি ইন্টারন্যাশনালের অনুমোদন পায় রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইল। গত তিন বছরে ক্লাবটি বিভিন্ন মানবিক কর্মসূচির মাধ্যমে রোটারি অঙ্গনে প্রসংসিত হয়েছে। সভায় বন্যার্তদের পুনর্বাসনে ক্লাবের পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হয়।
মন্তব্য নেওয়া বন্ধ।