রোটারী ক্লাব অব চিটাগাং এরিস্টোক্র্যাটের ২০২৩–২৪ রোটাবর্ষের প্রথম সভা নির্বাচিত সভাপতি রোটারিয়ান সাদমান সাঈকা সেফার সভাপতিত্বে নগরীর সিএমপি অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।।
সভায় প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান। এই নতুন রোটাবর্ষের প্রথম সভার শুভ উদ্ধোধন ঘোষণা করেন ডিস্ট্রিক্ট গভর্নর নমিনী ডা. মঈনুল ইসলাম মাহমুদ এবং উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি রোটারিয়ান মো. আকবর হোসেন, ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ সেক্রেটারী শামসুল আলম রিপন।
পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মধ্যে দিয়ে ২০২৩–২৪ রোটাবর্ষের প্রথম সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন রোটারিয়ান এ এম এম মিনহাজুল হক এবং ২০২৩-২৪ রোটা বর্ষ এর পরিকল্পনা সম্বন্ধে কার্যকরী বক্তব্য রাখেন রোটারিয়ান নোমান বিন জহিরউদ্দিন। রোটারী ক্লাব অব চিটাগাং বিশেষ ভাবে ইয়াং এবং ইউথদেরকে নিয়ে কাজ করে। এছাড়া দুস্থ মানুষদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সহ বিভিন্ন উন্নয়নমুখী কাজ ও করে থাকে । এই রোটাবর্ষে বড় আকারে ডিস্ট্রিক্ট কনফারেন্স করার অঙ্গিকারবদ্ধ রোটারি ক্লাব অফ চিটাগাং এরিস্টোক্র্যাট।
ডিস্ট্রিক্ট জেনারেল ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান তার বক্তব্যে ক্লাবের ভূয়সী প্রশংসা করেন এবং সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরনা দেন। এছাড়া ডিস্ট্রিক্ট নমিনী ডাঃ মঈনুল ইসলাম মাহমুদ নারীর ক্ষমতায়ন এবং নারীদের রোটারীতে অংশগ্রহণের ব্যাপারে উদ্যোগ গ্রহণের জন্য ক্লাব প্রেসিডেন্ট কে অনুরোধ করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের চাটার্ড প্রেসিডেন্ট মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, পাস্ট প্রেসিডেন্ট এডভোকেট জোবায়ের হোসেন শিবলী, পাস্ট প্রেসিডেন্ট ডা. কামাল হোসেন জুয়েল, পাস্ট প্রেসিডেন্ট তানভীর শাহরিয়ার রিমন, পাস্ট প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো:ইমরান,পাস্ট প্রেসিডেন্ট মোঃমনোয়ারুল হক ,পাস্ট প্রেসিডেন্ট ডা. মো. জয়নাল আবেদীন মুহুরী, ক্লাব সেক্রেটারী মো. শামীম রেজা, ট্রেজারার মোহাম্মদ তারেক আফসার সহ ক্লাবের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য নেওয়া বন্ধ।