রোববার (২৮ জুলাই) থেকে মঙ্গলবার (৩০ জুলাই) প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি অফিসসূচি নির্ধারণ করা হয়েছে।
শনিবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রী মো. ফরহাদ হোসেন এ তথ্য জানিয়ে বলেন, ব্যাংক ও আদালত নিজেরা সিদ্ধান্ত নেবে।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের উদ্ভূত পরিস্থিতিতে গত ২১-২৩ জুলাই সাধারণ ছুটি ছিল। এরপর ২৪ ও ২৫ জুলাই সরকারি অফিস ১১টা—৩টা পর্যন্ত চলে।
মাঝে ২৬ ও ২৭ জুলাই শুক্র-শনিবার সরকারি ছুটি শেষে নতুন অফিস সময়সূচি ঘোষণা করলো সরকার।
মন্তব্য নেওয়া বন্ধ।