কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে শামসুল আলম (৩০) নামে এক ইমামের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উখিয়া ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, শুক্রবার বিকেল থেকে মসজিদের ইমাম নিখোঁজ হন। আজ সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, কোন সন্ত্রাসী গ্রুপ তাকে হত্যা করেছে। এ ঘটনার রহস্য জানার চেষ্টা চলছে।